সকল বোর্ড লিংক সহ ও এইচএসসি রেজাল্ট দেখার ৪টি নিয়ম ২০২৫
সকল বোর্ডের লিংক সহ ও এইচএসসি রেজাল্ট দেখার ৪টি নিয়ম ২০২৫
এইচ এস সি রেজাল্ট দেখার জন্য নিচের চারটি নিয়ম দেওয়া হলো শিক্ষার্থীরা এই চারটি নিয়মের যেকোনো একটি ব্যবহার করে পরীক্ষার ফলাফল দ্রুত দেখতে পারবেন। তাই কোন একটি সাইটের সমস্যা হলে অন্য সাইটের মাধ্যমে দ্রুত ফলাফল দেখতে পারবে।
যে চারটি নিয়মে ফলাফল দেখা যাবে তা হল –
২. বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখা
৩. মার্কশিট সহ রেজাল্ট দেখা
৪. স্বাভাবিকভাবে রেজাল্ট দেখা
Read more: বই পড়ে আয় করুন: ১০টি স্মার্ট উপায় ২০২৫ সালের গাইড
যে সকল শিক্ষা বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করবে তা নিচে দেওয়া হল–
১. ঢাকা শিক্ষা বোর্ড২. কুমিল্লা শিক্ষা বোর্ড
৩. দিনাজপুর শিক্ষা বোর্ড
৪. রাজশাহী শিক্ষা বোর্ড
৫. বরিশাল শিক্ষা বোর্ড
৬. যশোর শিক্ষা বোর্ড
৭. সিলেট শিক্ষা বোর্ড
৮. চট্টগ্রাম শিক্ষা বোর্ড
৯. কারিগারি শিক্ষা বোর্ড
১০. মাদ্রাসা শিক্ষা বোর্ড
১. এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৫ দেখার নিয়ম
এই অনুসরণ করে শিক্ষার্থীরা সঠিকভাবে এসএমএস পাঠাতে পারবে। তবে রেজাল্ট প্রকাশের আগে এসএমএস পাঠালে কোন লাভ নেই, HSC Result 2025 প্রকাশ হওয়ার পরে কনফার্ম হয়েই এসএমএস পাঠাতে হবে।
HSC < Space > First 3 letters of your board name < Space > Your Roll Number < Space > 2025 and then send to 16222
সকল বোর্ডের SMS –
Dhaka Board= DHA | HSC DHA 666666 2025
Cumilla Board= CUM | HSC CUM 666666 2025
Barisal Board= BAR | HSC BAR 666666 2025
Sylhet Board= SYL | HSC SYL 666666 2025
Chittagong Board= CHI | HSC CHI 666666 2025
Jessore Board= JES | HSC JES 666666 2025
Rajshahi Board= RAJ | HSC RAJ 666666 2025
Dinajpur Board= DIN | HSC DIN 666666 2025
Mymensingh Board= MYM | HSC MYM 666666 2025
Madrasah Board=MAD | HSC MAD 666666 2025
Technical Board= BTEB | HSC BTEB 666666 2025
২. বোর্ডের ওয়েবসাইট থেকে এইচএসসি রেজাল্ট ২০২৫ দেখার নিয়ম
বোর্ডের ওয়েবসাইটে আলাদা আলাদা ভাবে শিক্ষার্থীরা তাদের এইচএসসির রেজাল্ট মার্কশিট আকারে দেখতে পারবে।
তবে যদি শিক্ষা বোর্ড তাদের শিক্ষার্থীদের ফলাফল মার্কশিট সহ কোন ভাবে প্রকাশ না করে তাহলে তো আর দেখা সম্ভব নয়।
এক্ষেত্রে Marksheet আকারে পরীক্ষার ফলাফল দেখার সম্পূর্ণ বিষয়টি নির্ভর করে শিক্ষা বোর্ডের উপরে। যদি শিক্ষাবোর্ড ডাটাকে সেভাবে সাজায় এবং তারা প্রকাশ করে তবে একমাত্র শিক্ষার্থীরা HSC Result 2025 দেখতে পারবে।
এক্ষেত্রে প্রতিটি বোর্ডের নিচে তুলে ধরছি, যেখানে ক্লিক করে শিক্ষার্থীরা সরাসরি বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট দেখার কর্নারে প্রবেশ করে ফলাফল দেখতে পারবে।
৩. মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট ২০২৫ দেখার নিয়ম
যদি শিক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছে অর্থাৎ মার্কশিট আকারে পরীক্ষার ফলাফল দেখতে চাই তাহলে নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে। একমাত্র এই নিয়মই মার্কশিট সহ পরীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়ে থাকে।
প্রথম ধাপ পরীক্ষার নাম এইচএসসি সিলেক্ট করতে হবে
দ্বিতীয় ধাপ পরীক্ষার সাল অপশনে ক্লিক করে পরীক্ষার সাল ২০২৫ দিতে হবে।
তৃতীয় ধাপ পরীক্ষা বোর্ডের নাম অপশনে ক্লিক করে বোর্ডের নাম যেটা থাকবে তা সিলেক্ট করতে হবে।
চতুর্থ ধাপ: পরীক্ষার রেজাল্টের ধরন অপশনে ক্লিক করে রেজাল্ট ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করে নিতে হবে
পঞ্চম ধাপ শিক্ষার্থীর রোল নাম্বার লিখতে হবে
ষষ্ঠ ধাপ: শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে লিখতে হবে
সপ্তম ধাপ: একটি ক্যাপচার আসবে তা পূরণ করতে হবে অর্থাৎ দেখে সামনের ঘরে ছবি চারটি সংখ্যা লিখতে হবে
অষ্টম ধাপ: উপরের সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে সাবমিট করলে ফলাফল চলে আসবে।
মার্কশিট সহ রেজাল্ট জানতে এই ওয়েবসাইট ভিজিট করুন:
eboardresults.com/en/e800br.app/home
৪. স্বাভাবিকভাবে এইচএসসি রেজাল্ট ২০২৫ দেখার নিয়ম
যদি শিক্ষার্থী তার গ্রেড পয়েন্ট আকার এইচএসসি পরীক্ষার ফলাফল দেখতে চায় তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে
ভিজিট করে ফলাফল দেখতে হবে। ওয়েবসাইট লিংক সবার নিচে তুলে ধরা হলো।
প্রথমে প্রবেশ করে যে কাজগুলো করতে হবে তা হলোঃ
প্রথম ধাপ : পরীক্ষার নাম অপশনে এইচএসসি সিলেক্ট করতে হবে
দ্বিতীয় ধাপ: পরীক্ষার সাল অপশন ২০২৫ সিলেক্ট করতে হবে
তৃতীয় ধাপ: বোর্ডের নাম অপশনে আপনার বোর্ডের নাম সিলেক্ট করুন
চতুর্থ ধাপ: রোল নম্বর লিখতে হবে সঠিকভাবে বা এডমিট কার্ড দেখে।
পঞ্চম ধাপ: রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এডমিট কার্ড দেখে বা সঠিকভাবে।
ষষ্ঠ ধাপ: দুইটি সংখ্যা আসবে তার যোগফল সামনের ঘরে লিখতে হবে।
উপরে সকল তথ্য সঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তবেই ফলাফল চলে আসবে ইনশাল্লাহ।
educationboardresults.gov