বাংলাদেশ সম্পর্কিত ১০০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব -01

   গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব -01 / General Knowledge Questions and Answers



আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের সংগ্রহে মোট ২৫ থেকে ৩০ হাজার এর মত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর রয়েছে। আমি চেষ্টা করব নিয়মিত গুরুত্বপূর্ণ ৫০ টি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দিয়ে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে। 



গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব কাদের জন্য 


বিসিএস পরীক্ষার্থী জন্য 




কি কি জানতে পারবেন ও শিখতে পারবেন আমাদের এই প্রশ্নব্যাংক (Question Bank) থেকে: 


  • সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী 
  • সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়াবলী 
  • বাংলাদেশ বিষয়াবলী  



গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব -01 / General Knowledge Questions and Answers






01. প্রশ্নঃ বাংলাদেশের ভূ-প্রকৃতি কিরূপ?

উত্তর: বাংলাদেশের পৃথিবীর অন্যতম বৃহত্তম ব-দ্বীপ এবং সীমিত উচ্চভূমি ছাড়া সমগ্র দেশ এক বিস্তীর্ণ বৈচিত্রহীন সমভূমি।

2. প্রশ্নঃ ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে ?

উত্তর: তিন ভাগে। যেমন: ০১. পাহাড়ি এলাকা ০২. সোপান অঞ্চল ৩. প্লাবন ভূমি বা পাললিক সমভূমি অঞ্চল।

3. প্রশ্নঃ বাংলাদেশ কোন অক্ষরেখা ও দেব দ্রাঘিমার রেখার মধ্যে অবস্থিত ?

উত্তর: ২০°৩৪''  উত্তর হতে ২৬°৩৮" উত্তর অক্ষরেখা এবং ৮৮°০১" পূর্ব হতে ৯২°৪১" পূর্ব দ্রাঘিমা রেখা।

4. প্রশ্নঃ বাংলাদেশের আয়তন কত ?

উত্তর: বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ করলেও মিটার অথবা 56 হাজার 90077 বর্গমাইল। মতান্তরে (৫৬,৯৭৭ বর্গমাইল না থাকলে ৫৫,৫৯৯ বর্গমাইল দিতে হবে)।

5. প্রশ্নঃ বাংলাদেশের কোন এলাকা নিয়ে সোপান অঞ্চল গঠিত?

উত্তর: ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল নিয়ে।

6. প্রশ্নঃ বাংলাদেশের কোন এলাকা নিয়ে পাহাড়ি এলাকায় গঠিত?

উত্তর: পার্বত্য চট্টগ্রাম বান্দরবান খাগড়াছড়ি চট্টগ্রাম জেলার পূর্বাংশ ও কক্সবাজার ও সিলেট জেলার উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণাংশ এই অঞ্চল গঠিত।

7. প্রশ্নঃ বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে প্লাবন ভূমি এলাকা গঠিত?

উত্তর: পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এবং এদের অসংখ্য উপনদী ও শাখা নদী বাহিত এলাকা নিয়ে প্লাবন ভূমি গঠিত হয়েছে।

8. প্রশ্নঃ বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখাটি?

উত্তর: কর্কটক্রান্তি রেখা বা ৯০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা রেখা বা ট্রপিক অফ ক্যানসার। 

9. প্রশ্নঃ কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা কে কি বলা হয়?

উত্তর: কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা কে বলা হয় ভেঙ্গি ভ্যালি।

10. প্রশ্নঃ 'সোয়াচ অব নো গ্রাউন্ড' খাদটি কোথায় অবস্থিত?

উত্তর: সোয়াচ অব নো গ্রাউন্ড খাদটি অবস্থিত বঙ্গোপসাগরে।

11. প্রশ্নঃ বাংলাদেশের পাহাড়গুলো গঠিত হয় কোন যুগে?

উত্তর: বাংলাদেশের পাহাড়গুলো গঠিত হয় টারশিয়ারি যুগে

12. প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম এবং উঁচু পাহাড় কোনটি ?

উত্তর: বাংলাদেশের বৃহত্তম এবং উঁচু পাহাড় হল গারো পাহাড়

13. প্রশ্নঃ গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?

উত্তর: গারো পাহাড় ময়মনসিংহ জেলায় অবস্থিত।

14. প্রশ্নঃ বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে ?

উত্তর: বাংলাদেশের অবস্থান ক্রান্তীয় অঞ্চলে।

15. প্রশ্নঃ ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত ?

উত্তর: ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।

16. প্রশ্নঃ 'বরেন্দ্র ভূমি'কাকে বলা হয়?

উত্তর: রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশকে বরেন্দ্রভূমি অঞ্চল বলা হয়।

17. প্রশ্নঃ বরেন্দ্র ভূমির আয়তন কত?

উত্তর: ৯,৩২৪ বর্গ কিলোমিটার বরেন্দ্রভূমির আয়তন।

17. প্রশ্নঃ সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত?

উত্তর: সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা 37.50 মিটার।

18. প্রশ্নঃ সমুদ্র সমতল থেকে নারায়ণগঞ্জের উচ্চতা কত?

উত্তর: সমুদ্রের সমতল থেকে নারায়ণগঞ্জের উচ্চতা 8 মিটার।

19. প্রশ্নঃ সমুদ্রে সমতল থেকে লালমাই সমভূমির উচ্চতা কত?

উত্তর: সমুদ্র সমতল থেকে লালমাই সমভূমির উচ্চতা হল 21 মিটার।

20. প্রশ্নঃ সমুদ্রের সমতল থেকে বগুড়ার উচ্চতা কত

উত্তর: সমুদ্রের সমতল থেকে বগুড়ার উচ্চতা হল ২০ মিটার 

21. প্রশ্নঃ মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত?

উত্তর: মধুপুর ও ভাওয়ালের গড় গাজীপুর ময়মনসিংহ টাঙ্গাইল জেলায় অবস্থিত।

22. প্রশ্নঃ মধুপুর ও ভাওয়ালের গড় এর আয়তন কত?

উত্তর: মধুপুর ও ভাওয়ালের গড় এর আয়তন হল ৪১০৫ বর্গ কিলোমিটার।

23. প্রশ্নঃ বাংলাদেশের নিম্নাঞ্চলের জেলা সমূহ কিভাবে গঠিত

উত্তর: বাংলাদেশের নিম্মাঞ্চলের  জেলা সমূহ গঠিত হয় প্লাবন সমভূমির মাধ্যমে।

24. প্রশ্নঃ পুরাতন পলল গঠিত চত্বর ভূমি গঠিত হয় কোন যুগে?

উত্তর: পুরাতন পলল গঠিত চত্বর ভূমি গঠিত হয় প্লাইস্টোসিন যুগে।

25. প্রশ্নঃ সুপান অঞ্চল কি?

উত্তর: সুপান অঞ্চল বলতে চত্বর ভূমি কে বোঝায়

26. প্রশ্নঃ বাংলাদেশের ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানে কি ছিল?

উত্তর: বাংলাদেশের ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানে বঙ্গখাত বা Bango-Basin. ছিল।

27. প্রশ্নঃ বাংলাদেশে আগে সাগর ছিল তার প্রমাণ কি?

উত্তর: বাংলাদেশের আগের সাগর ছিল তার প্রমাণ হলো চুনা পাথরের খনি।

28. প্রশ্নঃ বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশ অবস্থিত?

উত্তর: বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশ অবস্থিত।

29. প্রশ্নঃ বাংলাদেশের দক্ষিণের সীমা না কি?

উত্তর: বাংলাদেশের দক্ষিণ এ সীমানা বঙ্গোপসাগর অবস্থিত।

30. প্রশ্নঃ বাংলাদেশের পূর্বের সীমানা কি?

উত্তর: বাংলাদেশের পূর্বের সীমানা অনুযায়ী আসাম ত্রিপুরা মিজোরাম ও মায়ানমার যুক্ত হয়।

31. প্রশ্নঃ বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন প্রদেশ অবস্থিত

উত্তর: বাংলাদেশের পশ্চিমা ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।

32. প্রশ্নঃ বাংলাদেশের দক্ষিনে ভারতের কোন প্রদেশ রয়েছে?

উত্তর: বাংলাদেশের দক্ষিণ এ ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রদেশ রয়েছে।

33. প্রশ্নঃ বাংলাদেশের দক্ষিণ এ ভারতের কোন সীমান্তবর্তী প্রদেশ রয়েছে?

উত্তর: বাংলাদেশের দক্ষিণ এ ভারতের কোন সীমান্তবর্তী প্রদেশ নেই।

34. প্রশ্নঃ বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে?

উত্তর: বাংলাদেশের সাথে ভারতের পাঁচটি রাজ্য সীমান্ত রয়েছে। যথা পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম।

35. প্রশ্নঃ বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে?

উত্তর: বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় 16 মে 1974 সালে।

36. প্রশ্নঃ ভারতের উত্তর পর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়?

উত্তর: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের মধ্যে মনিপুর রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়।

37. প্রশ্নঃ বাংলাদেশ-ভারত সীমান্তে চুক্তিতে কে কে স্বাক্ষর করেন?

উত্তর: শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী বাংলাদেশ ভারত সীমান্তে চুক্তিতে স্বাক্ষর করেন এই দুইজন মানুষ।

38. প্রশ্নঃ বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তিতে কি উল্লেখ করা ছিল?

উত্তর: বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তিতে বাংলাদেশ ভারতকে বেডুবাড়ি হস্তান্তর করবে এবং বিনিময়ে বাংলাদেশ পাবে তিন বিঘা করিডোর।

39. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ ভারত দল সীমান্ত চুক্তি পাস হয়?

উত্তর: ১৯৭৪ সালে তৃতীয় সংশোধনীর মাধ্যমে।

40. প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদে স্থল সীমান্ত চুক্তি পাস করা হয় কবে?

উত্তর: বাংলাদেশের জাতীয় সংসদের স্থল সীমান্তের চুক্তি পাস করা হয় ২৩ নভেম্বর ১৯৭৪ সালে।

41. প্রশ্নঃ ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্য সভায় বাংলাদেশ ভারত দল সীমান্ত চুক্তি পাস হয় কবে?

উত্তর: ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় বাংলাদেশ ভারত দল সীমান্ত চুক্তি পাস হয় ১৬ ই মে ২০১৫ সালে।

42. প্রশ্নঃ ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয় কবে

উত্তর: ভারতের আইনসভা নিম্নকক লোকসভায়  বাংলাদেশ  ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয় ৭ মে ২০১৫ সালে।

43. প্রশ্নঃ ভারতের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয়?

উত্তর: ভারতের সংবিধানের  ২০১৫ সালে ১০০ তম সংশোধনের মাধ্যমে বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয়।

44. প্রশ্নঃ বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি আইনে ভারতের রাষ্ট্রপতি স্বাক্ষর করেন কবে?

উত্তর: বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি আইনে ভারতের রাষ্ট্রপতি স্বাক্ষর করেন ২৮ মে ২০১৫ সালে।

45. প্রশ্নঃ বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী দু'দেশের মধ্যে ছিটমহল বিনিময় হয় কবে?

উত্তর: বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে ছিট মহল বিনিময় হয় ০১ আগস্ট ২০১৫ সালে।

46. প্রশ্নঃ বাংলাদেশ ভারতের অবিবাহিত সীমান্ত কত কিলোমিটার?

উত্তর: বাংলাদেশ ভারতের অবিবাহিত সীমান্ত ২ কিলোমিটার।

47. প্রশ্নঃ বাংলাদেশ ভারতের অমীমাংসিত এলাকা কোথায় অবস্থিত

উত্তর: বাংলাদেশ ভারতের অমীমাংসিত এলাকা অবস্থিত মোহুরীরচর (ফেনী)।

48. প্রশ্নঃ বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?

উত্তর: বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হলো ৫,১৩৮ কিলোমিটার (তা না হলে ৪,৭১৯ কিলোমিটার হবে)

49. প্রশ্নঃ বাংলাদেশের মোট স্থল সীমা কত?

উত্তর: বাংলাদেশের মোট স্থল সীমা হচ্ছে ৪,৪২৭ কিলোমিটার

50. প্রশ্নঃ বাংলাদেশের সাথে ভারতের সীমান্তের দৈর্ঘ্য কত?

উত্তর: বাংলাদেশের সাথে ভারতের সীমান্তের দৈর্ঘ্য ৪,১৪৪ কিলোমিটার (তা না হলে  ৩,৭১৫ কিলোমিটার হবে)

51. প্রশ্নঃ বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য কত?

উত্তর: বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য ২৮৩ কিলোমিটার বা ১৭৬ মাইল।

52. প্রশ্নঃ বাংলাদেশের সাথে মায়ানমারের সীমিত দৈর্ঘ্য কত?

উত্তর: বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য ২৮৩ কিলোমিটার বা 176 মাইল।

53. প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?

উত্তর: বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১১ কিলোমিটার।

54. প্রশ্নঃ কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?

উত্তর: কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১৫৫ কিলোমিটার।

55. প্রশ্নঃ বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল?

উত্তর: বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল।

56. প্রশ্নঃ বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল?

উত্তর: বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ কিলোমিটার।

57. প্রশ্নঃ বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাঁধের দূরত্ব কত কিলোমিটার?

উত্তর: বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাঁধার দূরত্ব ১৬.৫ কিলোমিটার বা ১১ মাইল।

58. প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তর: পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ২,২৬২ কিলোমিটার বা ১,৪০৫ মাইল।

59. প্রশ্নঃ আসামের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তর: আসামের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ২৬৪ কিলোমিটার বা  ১৬৪ মাইল।

60. প্রশ্নঃ মেঘালয়ের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তর: মেঘালয়ের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ৪৪১ কিলোমিটার বা ২৭৪ মাইল।

61. প্রশ্নঃ ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তর: ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ৮৭৪ কিলোমিটার বা ৫৪৩ মাইল।

62. প্রশ্নঃ মিজোরামের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তর: মিজোরামের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ৩০৩ কিলোমিটার বা ১২৮ মাইল।

63. প্রশ্নঃ এক নটিক্যাল মাইলে কত কিলোমিটার হয়?

উত্তর: এক নটিক্যাল মাইলে ১.৮৫৩ কিলোমিটার হয়।

64. প্রশ্নঃ ভারতের ভিতরে বাংলাদেশের কতটি ছিটমহল ছিল?

উত্তর: ভারতের ভিতরে বাংলাদেশের ৫১ টি ছিটমহল ছিল। যার (আয়তন ৭১১০.০২ একর)।

65. প্রশ্নঃ বাংলাদেশের ভিতরে ভারতের কতটি ছিটমহল ছিল?

উত্তর: বাংলাদেশের ভিতরে ভারতের 111 টি ছিটমহল ছিল। যার (আয়তন ১৭১৫০.০৫ একর)

66. প্রশ্নঃ ভারতের অধিকাংশ ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

উত্তর: ভারতের অধিকাংশ ছিটমহল বাংলাদেশের লালমনিরহাটে অবস্থিত। লালমনিরহাটে ভারতের ৫৯ ছিটমহল অবস্থিত।

67. প্রশ্নঃ ভারতের ছিট মহল গুলো বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ছিল?

উত্তর: ভারতের ছিট মহল গুলো বাংলাদেশের লালমনিরহাটে ৫৯ টি, পঞ্চগড়ে ৩৬ টি কুড়িগ্রামে ১২টি ও নীলফামারীতে ৪ টি।

68. প্রশ্নঃ বাংলাদেশের ছিটমহল গুলো ভারতের কোন জেলায় অন্তর্গত ছিল?

উত্তর: বাংলাদেশী ছিট মহল গুলো ভারতের সবগুলোই পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অন্তর্গত ছিল।

69. প্রশ্নঃ দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল বাংলাদেশের কোন জেলা ও থানা অবস্থিত?

উত্তর: দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল বাংলাদেশের লালমনিরহাট জেলা পাটগ্রাম থানায়  অবস্থিত।

70. প্রশ্নঃ ভারত কবে বাংলাদেশের জন্য তিন বিঘা করিডোর খুলে দেয়?

উত্তর: ভারত ২৬ জুন ১৯৯২ সালে বাংলাদেশের জন্য তিন বিঘা করিডোর খুলে দেয়।

71. প্রশ্নঃ ভারত কবে বহুল প্রতীক্ষিত তিন বিঘা করিডোর পূর্ণাঙ্গভাবে বা ২৪ ঘন্টার জন্য বাংলাদেশের জন্য খুলে দেয়?

উত্তর: ভারত ৮ সেপ্টেম্বর ২০১১ সালে বহুল প্রতীক্ষিত তিন বিঘা করিডোর পূর্ণাঙ্গভাবে বা ২৪ ঘন্টার জন্য খুলে দেয়।

72. প্রশ্নঃ উপমহাদেশ ভাগের ৬৪ বছর পর দহগ্রাম আঙ্গর পোতা ছিটমহল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সাথে যুক্ত হয় কবে?

উত্তর: উপমহাদেশ ভাগের ৬৪ বছর পর দহগ্রাম আঙ্গরপোতা ছিট মহল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সাথে যুক্ত হয় ১৯ অক্টোবর ২০১১ সালে।

73. প্রশ্নঃ তিন বিঘা করিডরের আয়তন বা মাপ কত মিটার?

উত্তর: তিন বিঘা করিডরের আয়তন বামার ১৭৮ মিটার × 85 মিটার।

74. প্রশ্নঃ তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: তিন বিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত।

75. প্রশ্নঃ বাংলাদেশ ভারত সীমান্ত এলাকার অর্ধ মাইল এলাকা জুড়ে তৈরি করা বিশদ তথ্য সংবলিত মানচিত্র কে কি বলা হয়?

উত্তর: বাংলাদেশ ভারত সীমান্ত এলাকার অর্ধ মাইল এলাকা জুড়ে তৈরি করা বিশদ তথ্য সংবলিত মানচিত্র কে বলা হয় স্ট্রিপ ম্যাপ।

76. প্রশ্নঃ বাংলাদেশ ভারত স্ট্রিপ ম্যাপ মানচিত্রে স্বাক্ষর করে কবে?

উত্তর: বাংলাদেশ ভারত ম্যাপ মানচিত্রে স্ট্রিপ ম্যাপ মানচিত্রে স্বাক্ষর করেন 20 আগস্ট ২০১১ সালে।

77. প্রশ্নঃ বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?

উত্তর: বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হল পঞ্চগড় জেলা।

78. প্রশ্নঃ বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কোনটি?

উত্তর: বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা হল কক্সবাজার জেলা।

79. প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি?

উত্তর: বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা হলো বান্দরবান জেলা।

80. প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা কোনটি?

উত্তর: বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা হলো নবাবগঞ্জ বা চাঁপাইনবাবগঞ্জ জেলা।

81. প্রশ্নঃ বাংলাদেশের সর্ব উত্তরের থানা কোনটি?

উত্তর: বাংলাদেশের সর্ব উত্তরের থানা হলো তেতুলিয়া থানা।

82. প্রশ্নঃ বাংলাদেশের সর্ব দক্ষিণের থানা কোনটি?

উত্তর: বাংলাদেশের সর্ব দক্ষিণের তা না হলো টেকনাফ থানা।

83. প্রশ্নঃ বাংলাদেশের সর্ব পূর্বের থানা কোনটি?

উত্তর: বাংলাদেশের পূর্বের থানা হলো থানচি থানা।

84. প্রশ্নঃ বাংলাদেশের পশ্চিমের থানা কোনটি?

উত্তর: বাংলাদেশের পশ্চিমে থানা হলো শিবগঞ্জ থানা।

85. প্রশ্নঃ বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কোনটি?

উত্তর: বাংলাদেশের সর্ব উত্তরের থান হলো বাংলা বান্দা।

86. প্রশ্নঃ বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান কোনটি?

উত্তর: বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান হলো ছেঁড়া দ্বীপ।

87. প্রশ্নঃ বাংলাদেশের সর্ব পূর্বের স্থান কোনটি?

উত্তর: বাংলাদেশের সর্ব পূর্বের স্থান হলো আখানইঠং।

88. প্রশ্নঃ বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান কোনটি?

উত্তর: বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান হলো মনাকশা।

89. প্রশ্নঃ বাংলাদেশের উত্তর-পূর্ব কোণের থানা কোনটি?

উত্তর: বাংলাদেশের উত্তর-পূর্ব কোণের থানা হলো জকিগঞ্জ থানা।

90. প্রশ্নঃ বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের থানা কোনটি?

উত্তর: বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণের থানা হলো টেকনাফ থানা।

91. প্রশ্নঃ আয়তনে বাংলাদেশের বড় বিভাগ কোনটি?

উত্তর: আয়তনে বাংলাদেশের বড় বিভাগ চট্টগ্রাম বিভাগ। যার আয়তন ৩৩ হাজার ৭৭১ বর্গ কিলোমিটার।

92. প্রশ্নঃ আয়তনে বাংলাদেশের ছোট বিভাগ কোনটি?

উত্তর: আয়তনে বাংলাদেশের ছোট বিভাগ হল ময়মনসিংহ বিভাগ। যার আয়তন ১০৫৮৪ বর্গ কিলোমিটার।

93. প্রশ্নঃ আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি?

উত্তর: আয়তনে বাংলাদেশের বড় জেলা রাঙ্গামাটি জেলা। যার আয়তন ৬১১৬ বর্গ কিলোমিটার।

94. প্রশ্নঃ আয়তনে বাংলাদেশের ছোট জেলা কোনটি?

উত্তর: আয়তনে বাংলাদেশের ছোট জেলা হল মেহেরপুর জেলা। যার আয়তন ৭১৬ বর্গ কিলোমিটার।

95. প্রশ্নঃ আয়তনে বাংলাদেশের বড় থানা কোনটি?

উত্তর: আয়তনে বাংলাদেশের বড় থানা শ্যামনগর (সাতক্ষীরা) 

96. প্রশ্নঃ আয়তনে বাংলাদেশের ছোট থানা কোনটি?

উত্তর: আয়তনে বাংলাদেশের ছোট থানা ওয়ারী ঢাকা।

97. প্রশ্নঃ আয়তনে বাংলাদেশের বড় উপজেলা কোনটি?

উত্তর: আয়তনে বাংলাদেশের বড় উপজেলা হলো শ্যামনগর (সাতক্ষীরা)।

98. প্রশ্নঃ আয়তনে বাংলাদেশের ছোট উপজেলা কোনটি?

উত্তর: আয়তনে বাংলাদেশের ছোট্ট উপজেলা হলো বান্দরবান থানা (নারায়ণগঞ্জ)।

99. প্রশ্নঃ আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

উত্তর: আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হল ঢাকা জেলা।

100. প্রশ্নঃ জনসংখ্যায় বাংলাদেশের ছোট জেলা কোনটি?

উত্তর: জনসংখ্যায় বাংলাদেশের ছোট জেলা হল বান্দরবান জেলা






বাংলাদেশ বিষয়াবলী মধ্যে কি কি থাকছে 


  • বাংলাদেশের পরিচিতি 
  • বাংলাদেশের ভূ-প্রকৃতি 
  • বাংলাদেশের সীমানা ও আয়তন 
  • বাংলাদেশের অবস্থান 
  • সীমান্তবর্তী স্থানগুলোর অবস্থান 
  • বাংলাদেশের সমুদ্র বিজয় 
  • বাংলাদেশ আবহাওয়া ও জলবায়ু 
  • নদ-নদী 
  • টিপাইমুখ বাঁধ 
  • বিভিন্ন নদ নদীর উৎপত্তিস্থল 
  • শাখা নদী উপ শাখা নদী 
  • নদ-নদী মিলিত স্থান 
  • নদীর তীরবর্তী শহর অথবা স্থান 
  • জেলাভিত্তিক বাংলাদেশের নদ নদী 
  • অভিন্ন নদী সমূহ 
  • বাংলাদেশের মাটি 
  • বাংলাদেশের কৃষি সম্পদ 
  • ধান 
  • পাট 
  • গম 
  • চা
  • কৃষি সংক্রান্ত অন্যান্য তথ্য 
  • সেচ প্রকল্পসমূহ 
  •  বনজ সম্পদ 
  • জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক 
  • মৎস্য সম্পদ 
  • প্রাণী ও প্রাণিজ সম্পদ
  •  পানি সম্পদ
  • সায়েদাবাদ পানি শোধনাগার পরিচিতি 
  • বাংলাদেশের চারটি প্রাণী শোধনাগার পরিচিতি
  • খনিজ সম্পদ 
  • বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সমূহ 
  • বিদ্যুৎ শক্তি 
  • বাংলাদেশের শিল্প 
  • বাংলাদেশের বিভিন্ন কল কারখানা 
  • বাংলাদেশের জিপিজেড 
  • বাংলাদেশের জনসংখ্যা 
  • উপজাতি 
  • উপজাতিদের অবস্থান 
  • বাংলাদেশের শিক্ষা 
  • এক নজরে সরকারি মেডিকেল কলেজ 
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 
  • বিবিধ শিক্ষা  প্রতিষ্ঠান
  • সরকারি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান 
  • শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট 
  • বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ 
  • বাংলাদেশের শিক্ষা কমিশন 
  • জাতীয় অধ্যাপকের তালিকা 
  • ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তথ্য 
  • ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষদ পরিচিতি 
  • ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিদের নাম 
  • ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রী প্রাপ্ত সুধিবৃন্দ 
  • বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয় সমূহ 
  • বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেন্স লর
  • বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহ
  • বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাকাল 
  • বাংলাদেশের স্বাস্থ্য 
  • বাংলাদেশের বর্তমান ও পুরাতন বিশ্ববিদ্যালয় স্থানের নাম
  • বাংলাদেশের ভৌগলিক নাম 
  • বাংলাদেশের সমুদ্র সৈকত 
  • বাংলাদেশের দ্বীপসমূহ 
  • বাংলাদেশের চর 
  • বাংলাদেশের বন্দর 
  • বাংলাদেশের পাহাড় পর্বত 
  • বাংলাদেশের পর্বত শৃঙ্গ 
  • ইকোপার্ক 
  • বাংলাদেশের জলপ্রপাত 
  • বাংলাদেশের বিল 
  • বাংলাদেশের হাওর 
  • বাংলাদেশের উপত্যকা


বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর 



  • বাংলাদেশের ইতিহাস 
  • বাংলার উৎপত্তি ও বাঙালি 
  • বাংলার প্রাচীন জনপদ সমূহ 
  • প্রাচীন যুগ 
  • প্রাচীন সভ্যতা 
  • বিভিন্ন সভ্যতার অবদান 
  • গ্রিক সভ্যতা
  • বিভিন্ন সভ্যতার অবদান 
  • মিশরীয় সভ্যতা 
  • মেসোপটেমীয় সভ্যতা 
  • সুমেরীয় সভ্যতা 
  • বেবিলনীয় সভ্যতা
  • অ্যাসেরীয় সভ্যতা 
  • সিন্ধু সভ্যতা 
  • হিব্রু সভ্যতা 
  • পারস্য সভ্যতা 
  • ফিনিশীয় সভ্যতা 
  • আর্য জাতি 
  • বৈদিক যুগের ধর্মের বিকাশ 
  • আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশ আক্রমণ 
  • প্রাচীন ভারতের সাম্রাজ্য 
  • মৌর্য সাম্রাজ্য 
  • সম্রাট অশোক 
  • গুপ্ত সাম্রাজ্য 
  • গৌর বংশ 
  • পাল বংশ 
  • সেন বংশ 
  • বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী 
  • ইসলামের অবদয় ও ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন প্রতিষ্ঠা 
  • খেলাফায়ে রাশেদীনের শাসনামল
  • উপমহাদেশে ইসলামের অভ্যুদয় 
  • গজনী বংশ 
  • ঘুরী বংশ 
  • দিল্লি সালতানাত 
  • খিলজি বংশ 
  • তুঘলক বংশ 
  • সৈয়দ ও লোদী বংশ 
  • দিল্লি সালতানাতের পতন 
  • বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা 
  • বাংলার স্বাধীন সুলতান যুগের সূচনা 
  • ইলিয়াস শাহী বংশ 
  • গিয়াস উদ্দিন আজম শাহ 
  • সুলতান সিকান্দার  শাহ 
  • রাজা গনেশের বংশ ও পরবর্তী 
  • ইলিয়াস শাহী বংশ ও হাবশী শাসন 
  • রাজা গণেশ 
  • জালাল উদ্দিন মাহমুদ শাহ 
  • পরবর্তী ইলিয়াস শাহী বংশ 
  • হাবশী শাসন আমল 
  • হোসেন শাহী বংশ 
  • সুলতান আলাউদ্দিন হোসেন শাহ
  • সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ্ 
  • গিয়াস উদ্দিন মাহমুদ শাহ 
  • ভারতীয় মহাদেশের ইতিহাস 
  • বাবর 
  • হুমায়ুন 
  • আকবর 
  • জাহাঙ্গীর
  • শাহজাহান 
  • আওরঙ্গজেব
  • মুঘল সাম্রাজ্যের পতন 
  • বাংলার বারো ভূঁইয়া 
  • বাংলায় ইউরোপীয়দের আগমন 
  • পর্তুগিজদের আগমন 
  •  ওলন্দাজেদের আগমন 
  • দিনেমারদের আগমন 
  • ইংরেজদের আগমন 
  • ফরাসিদের আগমন 
  • বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠা 
  • নবাব সিরাজউদ্দৌলা 
  • বাংলায় ইংরেজদের প্রভুত্ব বিস্তার 
  • ব্রিটিশ গভর্নর জেনারেল ও ভাইসরয়
  • বাংলা বিভিন্ন ব্রিটিশ শাসকদের অধীনে গৃহীত সংস্কার ও পদক্ষেপ 
  • ব্রিটিশ বিরোধী আন্দোলন ফকির আন্দোলন 
  • তিতুমীরের আন্দোলন 
  • ফরেজী আন্দোলন 
  • দুদু মিয়া 
  • সিপাহী বিদ্রোহ 
  • নীল বিদ্রোহ 
  • বাংলায় ধর্মীয় এবং সামাজিক সংস্কারক 
  • রাজা রামমোহন রায় 
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
  • হাজী মোহাম্মদ মুহ্সীন 
  • নওয়াব আব্দুল লতিফ
  • সৈয়দ আমির আলী 
  • স্যার সৈয়দ আহমদ খান 
  • রাজনৈতিক ও স্বাধিকার আন্দোলন 
  • বঙ্গ-ভঙ্গ 
  • রাজনৈতিক আন্দোলন 
  • ইংরেজদের শাসনের অবসান 
  • বাংলাদেশের অভ্যুদয় 
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
  • বাংলাদেশকে স্বীকৃতি দান
  • বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশ 
  • প্রবাসী সরকারের সচিবালয় 
  • একাত্তরের বিভিন্ন সেক্টর সমূহ 
  • সাতজন বীরশ্রেষ্ঠের পরিচিতি 
  • বীরশ্রেষ্ঠদের নাম গ্রাম ও ইউনিয়ন 
  • মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র 
  • মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 
  • বাংলাদেশের সংবিধান 
  • সংবিধানের ১৫৩ ধারা 
  • সংবিধানের সংশোধনী 
  • এক নজরে ১৭ টি সংশোধনী 
  • জাতীয় সংসদ ভবন 
  • সংবিধানের চারটি সংশোধনী অবৈধ 
  • জাতীয় সংসদ 
  • বিভাগ ওয়ারি আসন বিন্যাস 
  • জাতীয় সংসদের কার্যালয় 
  • এক নজরে দশম জাতীয় সংসদ নির্বাচন 
  • এক নজরে নবম জাতীয় সংসদ নির্বাচন
  • নির্বাচনে অংশগ্রহণকারী দলসমূহ 
  • দশম জাতীয় সংসদ 
  • দশম জাতীয় সংসদের অধিবেশন 
  • একাদশ জাতীয় সংসদ 
  • এক নজরে একাদশ জাতীয় সংসদ ২০১৮ 
  • বাংলাদেশ নির্বাচন 
  • প্রেসিডেন্ট নির্বাচন 
  • বাংলাদেশের গণভোট 
  • উপজেলা নির্বাচন 
  • পৌরসভা নির্বাচন 
  • ইউনিয়ন পরিষদ নির্বাচন 
  • সিটি কর্পোরেশন নির্বাচন 
  • জাতীয় সংসদ নির্বাচন
  • তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন 
  • বাংলাদেশের রাষ্ট্রপতিগণ 
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী গন 
  • বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকার 
  • বাংলাদেশের জাতীয় বিষয়াবলী 
  • জাতীয় সংগীত 
  • রণ সংগীত 
  • জাতীয় পতাকা 
  • ক্রীড়া সংগীত
  • বাংলাদেশের জাতীয় দিবস সমূহ 
  • বাংলাদেশের অন্যান্য দিবস সমূহ 
  • বাংলাদেশের ঘোষিত বিভিন্ন বর্ষ
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ 
  • আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ 
  • বাংলাদেশের কূটনৈতিক মিশন 
  • বিভিন্ন দেশে বাংলাদেশের মিশন 
  • বিশ্বের যেসব দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে 
  • জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ 
  • বর্তমান মিশন 
  • শান্তি মিশন বাংলাদেশ পুলিশ 
  • শান্তি মিশন সমূহ 
  • বাংলাদেশের সম্মান সূচক নাগরিকত্ব 
  • জাতিসংঘ অঙ্গ সংস্থা ও কতিপয় সংস্থার বাংলাদেশের কার্যক্রম শুরু 
  • বাংলাদেশের প্রশাসনিক কাঠামো 
  • পঞ্চম আদমশুমারি তে বিভাগ ভিত্তিক জনসংখ্যা 







এক নজরে দেশের আটটি বিভাগ পরিচিতি 


ঢাকা বিভাগ 
চট্টগ্রাম বিভাগ 
রাজশাহী বিভাগ 
খুলনা বিভাগ
 বরিশাল বিভাগ
ময়মনসিংহ বিভাগ
 সিলেট বিভাগ 
রংপুর বিভাগ 
 ময়মনসিংহ বিভাগ 


বাংলাদেশের জেলা পরিচিতি বিভাগ ভিত্তিক 


ঢাকা বিভাগের জেলা সমূহ 

  • ঢাকা বিভাগ 
  • ঢাকা জেলা 
  •  মুন্সীগঞ্জ জেলা
  •  নরসিংদী জেলা 
  • নারায়ণগঞ্জ জেলা 
  • মানিকগঞ্জ জেলা
  • গাজীপুর জেলা
  •  কিশোরগঞ্জ জেলা
  •  টাঙ্গাইল জেলা
  •  ফরিদপুর জেলা
  •  গোপালগঞ্জ জেলা
  •  শরীয়তপুর জেলা
  •  মাদারীপুর জেলা 
  • রাজবাড়ি জেলা

ময়মনসিংহ বিভাগের জেলা সমূহ 

  • ময়মনসিংহ জেলা 
  • শেরপুর জেলা 
  •  নেত্রকোনা জেলা 
  • জামালপুর জেলা


চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ 

  • কক্সবাজার জেলা 
  •  চট্টগ্রাম জেলা বান্দরবান জেলা 
  •  খাগড়াছড়ি জেলা
  •  রাঙ্গামাটি জেলা 
  • ফেনী জেলা
  •  নোয়াখালী জেলা
  •  লক্ষীপুর জেলা 
  • কুমিল্লা জেলা
  •  ব্রাহ্মণবাড়িয়া জেলা 
  • চাঁদপুর জেলা 


রাজশাহী বিভাগের জেলা সমূহ 




  • রাজশাহী জেলা 
  •  নাটোর জেলা 
  •  নওগাঁ জেলা 
  •  নবাবগঞ্জ জেলা 
  •  বগুড়া জেলা 
  • পাবনা জেলা 
  • সিরাজগঞ্জ জেলা 
  • জয়পুরহাট জেলা 



রংপুর বিভাগের জেলা সমূহ 




  • রংপুর জেলা
  •  লালমনিরহাট জেলা 
  • কুড়িগ্রাম জেলা 
  • নীলফামারী জেলা 
  • গাইবান্ধা জেলা
  •  পঞ্চগড় জেলা
  •  দিনাজপুর জেলা 
  • ঠাকুরগাঁও জেলা 
 




খুলনা বিভাগের জেলা সমূহ 



  • খুলনা জেলা 
  • সাতক্ষীরা জেলা
  •  বাগেরহাট জেলা
  • ঝিনাইদহ জেলা
  •  নড়াইল জেলা 
  • মাগুরা জেলা
  •  কুষ্টিয়া জেলা 
  • চুয়াডাঙ্গা জেলা
  •  মেহেরপুর জেলা 




বরিশাল বিভাগের জেলা সমূহ 


  • বরিশাল জেলা
  • ঝালকাঠি জেলা
  • পিরোজপুর জেলা 
  • পটুয়াখালী জেলা 
  • বরগুনা জেলা 
  • ভোলা জেলা




সিলেট বিভাগের জেলা সমূহ



  • সিলেট জেলা 
  • হবিগঞ্জ জেলা 
  • মৌলভীবাজার জেলা 
  • সুনামগঞ্জ জেলা




বাংলাদেশ সম্পর্কিত অন্যান্য 




  • প্রশাসনিক কাঠামো 
  • বাংলাদেশের মন্ত্রণালয় 
  • মন্ত্রণালয় ও তার বিভাগসমূহ 
  • সরকারের মন্ত্রী পরিষদ 
  • বাংলাদেশের মন্ত্রিপরিষদ 
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ 
  • সরকারের ঘোষিত কিছু নীতি 
  • বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো
  •  ইউনিয়ন পরিষদ
  •  উপজেলা পরিষদ
  •  জেলা পরিষদ 
  • গ্রাম সরকার
  •  পৌরসভা সিটি
  •  কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
  •  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 
  • চট্টগ্রাম সিটি কর্পোরেশন 
  • রাজশাহী সিটি কর্পোরেশন 
  • খুলনা সিটি কর্পোরেশন 
  • বরিশাল সিটি কর্পোরেশন 
  • সিলেট সিটি কর্পোরেশন 
  • নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 
  • কুমিল্লা সিটি কর্পোরেশন 
  • রংপুর সিটি কর্পোরেশন 
  • গাজীপুর সিটি কর্পোরেশন 
  • বিচার বিভাগ 
  • বাংলাদেশের প্রধান বিচারপতি গণ
  • বিচার বিভাগ পৃথকীকরণ 
  • বাংলাদেশের সরকারি কর্মকমিশন 
  • বাংলাদেশের নির্বাচন কমিশন 
  • বাংলাদেশে আটটি ভোটার তালিকা 
  • বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা 
  • বাংলাদেশের সশস্ত্র বাহিনী 
  • বাংলাদেশের সশস্ত্র বাহিনীর শ্রেণীবিন্যাস 
  • বাংলাদেশ পুলিশ প্রশাসন 
  • বর্ডার গার্ড বাংলাদেশ 
  • বাংলাদেশ কোস্টগার্ড 
  • র‌্যাব
  • স্বাধীন দুর্নীতি দমন কমিশন 
  • বাংলাদেশের অর্থনীতি 
  • বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা 
  • বাংলাদেশের মুদ্রা ও মুদ্রাস্ফীতি 
  • বাংলাদেশের অর্থ পরিকল্পনা 
  • বাংলাদেশের বাজেট 
  • বাংলাদেশের এক নজরে ৪৮টি বাজেট ঘোষণার  তারিখ 
  • বাংলাদেশের বিনিয়োগ 
  • বৈদেশিক বাণিজ্য 
  • বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি দ্রব্য ও ক্রেতা দেশ
  • বাংলাদেশের প্রধান প্রধান আমদানি দ্রব্য 


বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা 



  • রেলপথ 
  •  সড়ক পথ 
  • বাংলাদেশ সেতু সমূহ 
  • খান জাহান আলী সেতু
  •  লালন শাহ সেতু
  •  হাজী শরীয়তুল্লাহ সেতু
  •  এক নজরে পদ্মা সেতু প্রস্তাবিত 
  • বাংলাদেশের প্রথম ফ্লাইওভার 
  • দ্বিতীয় ফ্লাইওভার
  •  আকাশ পথ 
  • নৌপথ 
  • বাংলাদেশের তথ্য মিডিয়া 
  • বাংলাদেশের ডাক যোগাযোগ 
  • মোবাইল কোম্পানি সমূহ 
  • বেতার টেলিভিশন
  •  ভূ উপগ্রহ 
  • বাংলাদেশের পত্র পত্রিকা 
  • বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি 
  • বিবিসির জরিপের শ্রেষ্ঠ বাংলা গান 
  • বাংলাদেশের চলচ্চিত্র
  • বাংলাদেশের জাদুঘর 



বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য 


  • জাতীয় স্মৃতিসৌধ 
  • কেন্দ্রীয় শহীদ মিনার 
  • ৩ নেতার স্মৃতিসৌধ 
  • মুজিবনগর স্মৃতিসৌধ 
  • অপরাজেয় বাংলা
  • স্বোপাজিত স্বাধীনতা 
  • জয় বাংলা জয় তারুণ্য
  • স্বাধীনতা সংগ্রাম 
  • সাবাস বাংলাদেশ 
  • গোল্ডেন জুবিলী টাওয়ার 
  • অমর একুশে 
  • সংশপ্তক
  • বুদ্ধিজীবী স্মৃতিসৌধ 
  • রায়েরবাজার বধ্যভূমি 
  • জাগ্রত চৌরঙ্গী 
  • রাজারবাগ স্মৃতিসৌধ 
  • বেগম রোকেয়া স্মৃতিসৌধ কমপ্লেক্স 
  • জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স 
  • যুদ্ধ ভাষণ 
  • দেশের সর্বোচ্চ শহীদ মিনার 
  • মোদের গর্ব 
  • বাংলাদেশের ম্যুরাল চিত্র 
  • স্থাপত্য শিল্প স্থপতি ও অবস্থান 

  • বাংলাদেশের প্রথম 
  • বাংলাদেশের শ্রেষ্ঠ 
  •  বাংলাদেশের প্রথম মহিলা 
  •  বাংলাদেশের বৃহত্তম 
  • বাংলাদেশের দীর্ঘতম 
  • বাংলাদেশের ক্ষুদ্রতম 
  • বাংলাদেশের উচ্চতম 
  • উষ্ণতম ও শীতলতম 
  • অন্যান্য
  • ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান 
  • বিখ্যাত স্থান গুলো কোথায় অবস্থিত 
  • বাংলাদেশে অবস্থিত প্রাচীন বৌদ্ধবিহার 
  • বাংলাদেশের বিখ্যাত স্থানসমূহ 
  • ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা 
  • বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা 
  • বাংলাদেশের চুক্তি ও সনদ 
  • বিভিন্ন উক্তি ও মতবাদ 
  • বিভিন্ন তত্ত্ব ও প্রবক্তা
  • বিখ্যাত লেখক ও গ্রন্থ পরিচিতি 
  • ঢাকা মহানগরীর ঘটনাবলী 
  • উল্লেখযোগ্য স্মরণীয় ঘটনা 
  • বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ 
  • বিবিসির জরিপের সেরা ২০ জন বাঙালি 
  • এক নজরে বঙ্গবন্ধু রাজনৈতিক জীবনী 





বাংলা সাহিত্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর 




  • বাংলা সাহিত্যের প্রথম 
  • বিশিষ্ট সাহিত্যিকদের প্রথম গ্রন্থ 
  • কতিপয় বিখ্যাত ঐতিহাসিক নাটক 
  • কতিপয় বিখ্যাত সামাজিক নাটক 
  • কতিপয় বিখ্যাত ট্রেজেডি  নাটক 
  • বাংলা সাহিত্যে মহাকাব্য 
  • বাংলা সাহিত্যিকদের উপাধি 
  • বাংলা কবি সাহিত্যিকদের ছদ্মনাম 
  • কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম 




বাংলাদেশের অর্জনকৃত পুরস্কার সমূহ 





  • বাংলাদেশের কতিপয় পুরস্কার প্রবর্তন 
  • বাংলা একাডেমি পুরস্কার 
  • বাংলা একাডেমি পরিষ্কার ২০১৫-২০১৭
  • একুশে পদক 2018 
  • একুশে পদক ২০১৯ 
  • স্বাধীনতা পুরস্কার ২০১৮-২০১৯
  • শিশু একাডেমী পুরস্কার 
  • রবীন্দ্র পুরস্কার 
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬-২০১৮
  • নজরুল পদক বিজয় 
  • মুক্তিযুদ্ধ চলাকালীন পরবর্তীকালে খেতাব প্রাপ্ত দের ভাতা 
  • বীর সূচক পদক ও ভাতা 
  • অন্যান্য পুরস্কার ও পদক 
  • প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সম্মান সূচক ডিগ্রী সমূহ 
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরস্কার সমূহ 






বাংলাদেশ সম্পর্কিত খেলাধুলা প্রশ্ন ও উত্তর 



  • বাংলাদেশের খেলাধুলা 
  • বাংলাদেশ ফুটবল ফেডারেশন 
  • ফুটবল 
  • ক্রিকেট 
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড 
  •  বিসিবির সভাপতি
  •  ওয়ানডে মর্যাদা পাওয়ার স্টেডিয়াম সমূহ 
  • বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট পরিসংখ্যান বিভিন্ন দেশের বিপক্ষে ওয়ানডে জয় 
  • বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক
  • টেস্ট ক্রিকেট 
  • বাংলাদেশ ক্রিকেটের টেস্ট পরিসংখ্যান 
  • বাংলাদেশ টেস্ট ক্রিকেট 
  • বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অধিনায়ক 
  • বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট 
  • বাংলাদেশের বিশ্বকাপ জয়ের 
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ 
  • আইসিসি ট্রফিতে বাংলাদেশ 
  • বিশ্ব অলিম্পিকে বাংলাদেশ 
  • কমনওয়েলথ গেমসে বাংলাদেশ
  • এশিয়ান গেমসে বাংলাদেশের পদক 
  • বাংলাদেশ গেমস 
  • সাউথ এশিয়ান গেমস এ বাংলাদেশ 
  • দাবা 
  • সাঁতার 
  • কাবাডি 
  • বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র
  •  বিবিধ বাংলাদেশ সম্পর্কিত
  •  লিবারেশন
  •  বাংলাদেশ 
বাংলা শব্দ সংক্ষেপ 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org